A BOOK of English Technology

co

RELT    Lecture

            on

   BASIC Grammar

Contents:

Primary Concepts

88Parts of Speech

Formation of Sentence

Classification of verb

Tense

5 kinds of Sentence

Phrase & Clauses

3 kinds of Sentence

Voice

 

          B.B. Mandal

                 Director

RELT

rumble english language technology

Contact: +880-1711867113

E-mail: mandalbikash@yahoo.com


 

পূর্বকথা

ইংরেজি ভাষার technology অত্যন্ত সহজ, scientific and logical। অথচ শিক্ষার্থীরা হতাশ। ইংরেজি যেন একটি পাহাড় ডিঙানো সমস্যা। English Phobia-য় আক্রান্ত সকলে। তারা গনিত ভাল বুঝে, Physics ভাল বুঝে, রসায়ন ভাল বুঝে, অর্থনীতি ভাল বুঝে।সব subject-এ letter marks নিয়ে star marks secure  করে। কিন্তু যত গলদ ইংরেজিতে। ৭০০ নম্বরের ‍বেশী পেয়েও ইংরেজিতে ফেল। এর কারন কি?

আমি ব্যাপক আলোচনায় না গিয়ে মূল কারনটি চিহ্নিত করার চেষ্টা করছি।তারা ইংরেজি শিক্ষার গোড়াপত্তন থেকেই ভাষার technology না বুঝে নিতান্ত মুখস্তের মাধ্যমে ভাষাটিকে রপ্ত করার চেষ্টা চালায়। এটা এক রকম অসম্ভব ব্যাপার।দোষ তাদের নয়। এরকম উপদেশ বা নির্দেশই তাদেরকে দেয়া হয়। তাছাড়া ভয় দেখিয়ে ইংরেজির প্রতি এক ধরনের ভীতিও সৃষ্টি করা হয়।বলা হয় ইংরেজি অত সহজ নয়, ভাল ছাত্র ছাড়া ইংরেজি শেখা সম্ভব নয়, ইত্যাদি। কিন্তু প্রকৃত ব্যাপারটি ঠিক এর উল্টো। যাইহোক! এ সকল ভয়ভীতি বা ভূল নির্দেশনার কারনে শিক্ষার কেন্দ্র বিন্দু থেকে ছাত্ররা দূরে সরে যায় – তাদের ভেতরে ইংরেজির প্রতি disinterest grow করে। ফলতঃ Phobia-র সৃষ্টি হয়।

এ সমস্যা দূরীকরনের একমাত্র উপায়, ভাষার technology এবং logic বুঝে চর্চা করা।কোন অযৌক্তিক নিয়মের অবকাশ নেই। I go to school, কিন্তু I go home- ‘Home’-এর আগে টগ বসে না বললে চলবে না। কেন বসে না, তা বুঝতে হবে—যুক্তি ভিত্তিক আলোচনায়আসতে হবে। তবেই Phobia দূর হবে।

এছাড়া প্রত্যেক ভাষার মূল উপাদান হচ্ছে ঐ ভাষার শব্দ সম্ভার বা Vocabulary। Vocabulary জানতে হবে, এ কথা বলা বাহুল্য। বরং যার stock of words যত সমৃদ্ধ, ভাষায় তার দখল তত বেশী। শব্দের nature বা প্রকৃতি বুঝে সঠিক ব্যবহারের দক্ষতাই ভাষায় দখল। এক্ষেত্রে মূলতঃ Parts of Speech সম্বন্ধে সম্যক ধারনা নিতে পারলেই Grammar-এর ৫০% শেখা সম্পন্ন বলে আমি মনে করি। কিন্তু সত্যটি হচ্ছে আমদের শিক্ষার্থীদের ৯০% Parts of Speech বুঝে না। যাইহোক! আমার আহ্বানঃ

Learn vocabulary

Know grammar & technology

And practise to win English

Dated : Barisal,                                                                B Mandal

January 1, 2000.

 

yWc

 


Leave a comment